খুলনা বন্ধুসভার দুই দিন ব্যাপী “আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ক কর্মাশালা”

প্রমিত উচ্চারণে আবৃত্তি ও উপস্থাপনা বিষয়ক দুই দিন ব্যাপী কর্মশালার আয়োজন করেছে খুলনা বন্ধুসভা। সরকারি ব্রজলাল কলেজ, খুলনার কনফারেন্স হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত ২৯ ও ৩০ জুলাই, ২০২২ শে শুরু হওয়া এ কর্মশালায় প্রায় ৭৫ জনের মত প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার প্রথম দিন শুভ উদ্ধোধন ঘোষণা করেন প্রবীণ শিক্ষাবিদ ও বাংলা একাডেমী কর্তৃক রবীন্দ্র সংগীত পুরষ্কার প্রাপ্ত শিল্পী প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আলোচনা পর্বে কথামালা পেশ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. তুহিন রায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এম ফিল গবেষক এম এম কবির আহমেদ, সরকারি ব্রজলাল কলেজ খুলনার সহকারি অধ্যাপক সুরাইয়া পারভীন, দৈনিক প্রথম আলোর খুলনা জেলা প্রতিনিধি উত্তম মন্ডল।

কর্মশালার দ্বিতীয় দিনে সমাপনী বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজলাল কলেজের মান্যবর অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিক উজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের সহযোগী অধ্যাপক শংকর কুমার মল্লিক। স্বাগত বক্তা হিসেবে তরুণদের অনুপ্রাণিত করেন খুলনা বন্ধুসভার উপদেষ্টা এম এম ইসমাইল হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শেখ আল এহসান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খুলনা বন্ধুসভার সুযোগ্য সভাপতি তারক চাঁদ ঢালী এবং সঞ্চালনা করেন খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক এম এম মাসুম বিল্যাহ।

কর্মশালার প্রথম দিন প্রশিক্ষণ প্রদান করেন খুলনা বেতারের নাট্যশিল্পী ও উপস্থাপক এবং খুলনা বন্ধুসভার সাংগাঠনিক সম্পাদক সুদীপ কুমার কুণ্ডু। দ্বিতীয় দিন প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আবৃত্তি শিল্পী ও খুলনা বেতারের উপস্থাপক নাহিদ নেওয়াজ।

কর্মশালা শেষে অংশ গ্রহনকারী সবাইকে সনদ প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *