Alor Pothojatri Organization (APOS)
Alor Pothojatri Organization (APOS) is a completely non-communal,non-political, non-profit, voluntary, social, literary and public welfare organization.
খুলনা বিভাগে সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা সংগঠন গঠিত হয়েছে। তাদের প্রত্যেকেরই উদ্দেশ্য একই। সবাই সেচ্ছাসেবী। আমাদের সমাজকে আরও সুন্দর আরও সমৃদ্ধ ভাবে গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছে। এমন অনেক সংগঠন আছে যারা গোপনে নিভৃতে কাজ করে যাচ্ছে৷ তাদের কাজ জনসম্মুখে না আসলেও তাদের কাজের ফলে আমাদের সমাজ উপকৃত হচ্ছে ব্যাপক ভাবে।
সেই সকল সংগঠন এর কার্যক্রম, গড়ে ওঠার পিছনের ইতিহাস, সফলতা, আশা নিয়েই আমাদের ভিন্ন ধর্মী এই পাতা।